Tuesday, October 14, 2014

রাজার রাজার হুকুম

এই রাজার রাজার রাজত্বে
সব এখন আমার কাছে সমান আনন্দ
কোনো রাজার কোনো নিয়ম আর চলবে না
আমারও না
সমান আনন্দ না ভাবলে
আমার ততক্ষনাত গর্দান
এই রাজার রাজার হুকুম
অষ্টপ্রহর প্রহরী আমার পেছনে দাড়ানো
তার চোখের আড়ালে যাবার উপায় নেই
 ভাবার  আগেই মাথা নেই

No comments:

Post a Comment