Sunday, September 14, 2014

দেখলাম

অনেক অনেক দেখলাম
দেখলাম অতীত দেখলাম ভবিষ্যত দেখলাম এখন
অনেক হাটা হলো ভাবা হলো লেখা হলো বলা হলো করা হলো
মনে হয় না আমার আর কিছু হবে
আশা নেই
বাচবার উপায় নেই

বাচাবার উপায় নেই
প্রাণ না স্মৃতি না বুদ্ধি না ক্ষমতা না সম্মান না
পায়ের তলায় মাটি না
মাথার উপর ছাদ না
আত্মীয় না পরিচয় না

আমি এখন কি?

ভর না ভার না
দেখলাম অদৃষ্ট
শুনলাম নিশব্দ
জানলাম অজানা
যা জানাবার উপায় নেই
যা ভাবার উপায় নেই

কিছুই না।

আর সব?

কিছু নয়
যা ভাবি তাই
না ভাবার উপায় আছে
না বলার উপায় আছে

দেখা দেখা দেখা .......সবই আমার মন গড়া আমি।

কার কাছে কি চাইব?
কি সপ্ন দেখব?
কি আশা করব?
উপর ওয়ালা আমি
এক হাতে রান্না করি
অন্য হাতে খাই


No comments:

Post a Comment