মহাভারতের কথা অমৃতের সমান শুনে ধন্য হয় যত পুন্যবান
কত কিছুর জন্য লোকে মারা যায় - কিছু সম্মান জনক - লোকার্থে
মহাভারত ভর্তি সেই সব মহামানবদের কীর্তি আর তাদের সম্মান জনক মৃর্ত্যু
মহাভারতে আছে আরো কিছু মহামানবের কথা যাদের এখনো মৃত্যু হয়নি - ব্যাস পরশুরাম কৃপা অশ্বথামা বালি হনূমান বিভীষণ - ব্যাস এখনো লেখে জন হিতার্থে, পরশুরাম এখনো মারে অজাতিকে, কৃপা এখনো পওয়া যায় আজাচিত, মানুষ পশু এখনো বর্তমান অন্ধকারে নির্জনে, ভিত্তি এখনো নড়ে পৃথিবী জয়ের বাসনায়, বিশ্বাস এখনও আছে পরামানন্দে, বিস্বাস্ঘাতকরা এখনো জন্মায় একই মায়ের গর্ভে
মহাভারত হচ্ছে একজনের কথা - যার নিজের জন্ম বৃত্যান্ত (মহাভারত সেই শ্রুতি) শোনার পরে তার মৃত্যু (লোকার্থহীন) হয়েছে - জন্মজয়
মহাভারতের আছে এক জনের কথা যার কখনো মৃত্যু হবেনা কারণ সে সত্যি জন্মের আগে এবং পরে - যুধির্ষ্ঠির - লোকার্থহীন
মহাভারতে আছে আর একজনের কথা - যুগান্তরকারী কৃষ্ণ - সবার অন্তরে সে প্রতিষ্ঠিত সবাইকে করে সে প্রভাবিত - আকৃষ্ট বা বিকৃষ্ট - হয় নূতন ভাব ধারার আগমন আর পুরাতন ভাব ধারার গমন - প্রচলন হয় বেদান্ত - শ্রুতি - বেদ হয় স্মৃতি - ইতিহাস
কৃষ্ণ - যুগান্তকারী এখনো জন্মায় সত্য লোকার্থহীন হয় - হৃদয়ঙ্গম হয় - বেদান্ত প্রতিষ্ঠা হয়
কত কিছুর জন্য লোকে মারা যায় - কিছু সম্মান জনক - লোকার্থে
মহাভারত ভর্তি সেই সব মহামানবদের কীর্তি আর তাদের সম্মান জনক মৃর্ত্যু
মহাভারতে আছে আরো কিছু মহামানবের কথা যাদের এখনো মৃত্যু হয়নি - ব্যাস পরশুরাম কৃপা অশ্বথামা বালি হনূমান বিভীষণ - ব্যাস এখনো লেখে জন হিতার্থে, পরশুরাম এখনো মারে অজাতিকে, কৃপা এখনো পওয়া যায় আজাচিত, মানুষ পশু এখনো বর্তমান অন্ধকারে নির্জনে, ভিত্তি এখনো নড়ে পৃথিবী জয়ের বাসনায়, বিশ্বাস এখনও আছে পরামানন্দে, বিস্বাস্ঘাতকরা এখনো জন্মায় একই মায়ের গর্ভে
মহাভারত হচ্ছে একজনের কথা - যার নিজের জন্ম বৃত্যান্ত (মহাভারত সেই শ্রুতি) শোনার পরে তার মৃত্যু (লোকার্থহীন) হয়েছে - জন্মজয়
মহাভারতের আছে এক জনের কথা যার কখনো মৃত্যু হবেনা কারণ সে সত্যি জন্মের আগে এবং পরে - যুধির্ষ্ঠির - লোকার্থহীন
মহাভারতে আছে আর একজনের কথা - যুগান্তরকারী কৃষ্ণ - সবার অন্তরে সে প্রতিষ্ঠিত সবাইকে করে সে প্রভাবিত - আকৃষ্ট বা বিকৃষ্ট - হয় নূতন ভাব ধারার আগমন আর পুরাতন ভাব ধারার গমন - প্রচলন হয় বেদান্ত - শ্রুতি - বেদ হয় স্মৃতি - ইতিহাস
কৃষ্ণ - যুগান্তকারী এখনো জন্মায় সত্য লোকার্থহীন হয় - হৃদয়ঙ্গম হয় - বেদান্ত প্রতিষ্ঠা হয়
সত্যি আনন্দ সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক অভিন্য এবং বর্তমান প্রত্যেক সৃষ্টির হৃদয়ে - সত্যের প্রকাশ জগত নিদ্রা স্বপ্ন - সত্যি বা আনন্দ উপলব্ধি না করে নিষ্কৃতি নেই - সত্য বা আনন্দ বদলানো যায়না - সত্য বা আনন্দ সময়হীন - সত্য বা আনন্দ লোকার্থহীন
সত্য অসীম - না করে উপায় নেই না দেখে উপায় নেই না ভেবে উপায় নেই - দেখতেই হয় করতেই হয় ভাবতেই হয় - পালানোর সব পথ বন্ধ - আমি মিথ্যা - শক্তিহীন ক্ষমতা হীন
সত্য অসীম - না করে উপায় নেই না দেখে উপায় নেই না ভেবে উপায় নেই - দেখতেই হয় করতেই হয় ভাবতেই হয় - পালানোর সব পথ বন্ধ - আমি মিথ্যা - শক্তিহীন ক্ষমতা হীন
No comments:
Post a Comment