Sunday, September 21, 2014

নিত্য সঙ্গী

নিত্যনতুনের সাথে পরিচয় হলো
দেখে চোখ জুরালো
প্রসাদে পেট ভরলো
শুনে  মন শান্ত  হলো
মিলনে দেহ স্থব্দ হলো
আশা ফুরোলো
দরকার মিটলো
সম্পর্কের শেষ হলো
ভূতের ভয় ছাড়ল
জানার শেষ হলো
ভাবনা মিটলো
হৃদ কম্প বন্ধ হলো ।

জ্ঞান বুদ্ধি হীন হলো ইন্দ্রিয়
নির্মল হলো শরীর
পবিত্র হলো মন


No comments:

Post a Comment