আমি নেই
আমি দেখি দেখি দেখি
আমার শেষ অবিধি
চোখ বন্ধ করে বাচবার উপায় নেই
আমি দেখি দেখি দেখি
দেখার সীমা নেই
কোনো কিছু
বা আমার শেষ
না দেখার উপায় নেই।
আমার কোনো কিছু করার বা না করার
উপায় বা অধিকার নেই
আমার না শোনার না দেখার না শুকার না ছোবার না ভাবার না করার না বলার না লেখার উপায় নেই।
শেষ আমাকে দেখতেই হবে
যা দেখতে চান না তা দেখতেই হবে
কোনো কারন নেই সেই এক মাত্র কারণ ।।
আমি দেখি দেখি দেখি
আমার শেষ অবিধি
চোখ বন্ধ করে বাচবার উপায় নেই
আমি দেখি দেখি দেখি
দেখার সীমা নেই
কোনো কিছু
বা আমার শেষ
না দেখার উপায় নেই।
আমার কোনো কিছু করার বা না করার
উপায় বা অধিকার নেই
আমার না শোনার না দেখার না শুকার না ছোবার না ভাবার না করার না বলার না লেখার উপায় নেই।
শেষ আমাকে দেখতেই হবে
যা দেখতে চান না তা দেখতেই হবে
কোনো কারন নেই সেই এক মাত্র কারণ ।।
No comments:
Post a Comment