Friday, June 27, 2014

আমি পুতুল

আমি পুতুল
নাচালে নাচি
বলালে বলি
করালে  করি
ভাবালে  ভাবি
কাদালে কাদি
হাসলে হাসি
আমি অক্ষম
আমি জ্ঞানী আমার এইটুকুই আমার জ্ঞান
আর কিছু জানিনা
আমি হেসে খুসি
আমি কেদে খুসি
আমি শুনে খুসী
আমি দেখে খুসী
আমি করে খুসী
আমি ভেবে খুসী
আমি নেই তাতে খুশি
আমি চুপ তাতে খুসী
খুসি না হযে উপায় নেই।

No comments:

Post a Comment