Sunday, June 29, 2014

ভগবান আছে?

সব থেকে মুক্তি
সবার থেকে মুক্তি না বলা 
সবাই কে সুযোগ দেওয়া 
সব কিছু করার 
কোনো কিছু বাধা না দেওয়া 

আমার প্রশ্ন আমাকে 
ভগবান আছে?

আমার বিশ্বাস আছে
হয়ত আমার বিশ্বাস ঠিক

কিন্তু আমি জানিনা

হয়ত আমি এবং চির কাল আমি ভগবান

আমার বিশ্বাস বা অবিশ্বাস যাই হোক কিছু যায় আসে না

যেমন চির দিন চলেছে সেরকমই চলবে

আমি কি ভাবি তার উপর
ভগবানের অস্তিত্ব
কোনো ঘটনা
বা সত্যি নির্ভর করে না

No comments:

Post a Comment