মেঘ আর মেঘ আর মেঘ
বৃষ্টি আর বৃষ্টি
বৈচিত্রহীন
কবে পথে বেরোব
বৃষ্টি থামার অপেক্ষা না করে
কবে জানব আমি ভবিষ্যতহীন
কোনো আশা নেই
কিছু বাচাবার নেই
বলার নেই করার নেই ভাবার নেই দেবার নেই
কবে দেখব
শুধু আকাশ আর আকাশ
আর খেলব প্রাণ ভরে
বৃষ্টি আর বৃষ্টি
বৈচিত্রহীন
কবে পথে বেরোব
বৃষ্টি থামার অপেক্ষা না করে
কবে জানব আমি ভবিষ্যতহীন
কোনো আশা নেই
কিছু বাচাবার নেই
বলার নেই করার নেই ভাবার নেই দেবার নেই
কবে দেখব
শুধু আকাশ আর আকাশ
আর খেলব প্রাণ ভরে
No comments:
Post a Comment